বড় ঘোষণা আয়কর দপ্তরের, পাঁচ লক্ষ টাকা পর্যন্ত আয়কর রিটার্ন মেটানো হবে শীঘ্রই
লকডাউনের মাঝেই করদাতাদের জন্যে স্বস্তির খবর এলো। আয়কর দপ্তরের তরফে বুধবার জানানো হয়েছে, যারা আয়কর রিটার্ন ফাইল করেছেন তাদের যে রিফান্ড হবে তা শীঘ্রই তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে। পাঁচ লক্ষ টাকা পর্যন্ত রিফান্ড করদাতাদের অ্যাকাউন্টে খুব তাড়াতাড়ি পাঠানো হবে বলে জানানো হয়েছে। GST এবং কাস্টমসের ক্ষেত্রেও রিফান্ডের টাকা শীঘ্রই দেওয়া হবে। জানা যাচ্ছে, এই সব মিলিয়ে প্রায় ১৮,০০০ কোটি টাকা রিফান্ড করতে হবে আয়কর দপ্তরকে।
আয়করের টাকা রিফান্ড এলে প্রায় ১৪ লক্ষ করদাতার উপকার হবে তাতে, এবং GST ও কাস্টমসের রিফান্ডের টাকায় আরও এক লক্ষ ব্যবসায়ী উপকৃত হবেন। বিশেষজ্ঞদের মতে লকডাউনের মাঝে সাধারণ মানুষের হাতে নগদ অর্থের জোগান দিতেই এই টাকা রিফান্ড দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় অর্থমন্ত্রক। আগে আয়কর দেওয়ার পর রিফান্ডের টাকা চেকের মাধ্যমে দেওয়া হতো। পরে সেটা সরাসরি করদাতার ব্যাংক অ্যাকাউন্টে দেওয়ার নিয়ম চালু হয়। কিন্তু তা দেওয়া হতো অনেকটা সময় পরে। এই লকডাউনের মাঝে নগদের জোগান বাড়াতে তা দ্রুত করার সিদ্ধান্ত কেন্দ্রীয় সরকারের।
লকডাউনে করদাতাদের সুবিধার্থে ইতিমধ্যেই একাধিক পদক্ষেপ নিয়েছে কেন্দ্র। ২০১৮-১৯ আর্থিক বছরের আয়কর জমা দেওয়ার শেষ দিন বাড়িয়ে ৩০ জুন করা হয়েছে, যা আগে ছিল ৩১ মার্চ। একই সাথে দেরিতে আয়কর জমা দেওয়ার ক্ষেত্রে সুদের হারও কমানো হয়েছে ১২ থেকে ৯ শতাংশে। এবার এই সুবিধা দিলো আয়কর দপ্তর।