মধ্যবিত্তদের জন্য দারুন সুখবর, পুজোর আগে দাম কমলো সোনার

ফের কমল সোনা ও রুপোর দাম৷ প্রতি ১০ গ্রামে সোনার দাম ৬০৮ টাকা থেকে কমে হয়েছে ৫২৪৬৩ টাকা৷ যেখানে বুধবার প্রতি কিলোগ্রামে সোনার দাম ছিল ৫৩০৭১ টাকা৷ এমনকি দিল্লির সরাফা…

Avatar

ফের কমল সোনা ও রুপোর দাম৷ প্রতি ১০ গ্রামে সোনার দাম ৬০৮ টাকা থেকে কমে হয়েছে ৫২৪৬৩ টাকা৷ যেখানে বুধবার প্রতি কিলোগ্রামে সোনার দাম ছিল ৫৩০৭১ টাকা৷ এমনকি দিল্লির সরাফা বাজারে ২৪ ক্যারেট সোনার দাম কমে দাঁড়িয়েছে ৬০৮ টাকায়।

মধ্যবিত্তদের জন্য দারুন সুখবর, পুজোর আগে দাম কমলো সোনার

এখন আন্তর্জাতিক বাজারে সোনার দাম ডলার প্রতি ১৯৪৩.৮০ আউন্স হয়েছে। অন্যদিকে দিল্লির সরাফা বাজারে এদিন রুপোর দাম কমে হয়েছে প্রতি কিলোগ্রামে ১২১৪ টাকা৷

মধ্যবিত্তদের জন্য দারুন সুখবর, পুজোর আগে দাম কমলো সোনার

প্রতি কিলোগ্রাম রুপোর দাম ১২১৪ টাকা কমে ৬৯২৪২ টাকা হয়েছে৷ যেখানে বুধবার রুপোর দাম ছিল ৭০৪৫৬ টাকা৷ আর আন্তর্জাতিক বাজারে রুপোর দাম ছিল ২৬.৮৩ ডলার প্রতি আউন্স

 

 

About Author