ঘরে ঘরে রয়েছে বিপুল চাহিদা, এই ব্যবসা করলে মাসে উপার্জন করতে পারেন ২ লাখ টাকা
মোটামুটি কম বিনিয়োগ করে এই ব্যবসা শুরু করে মাসে মাসে মোটা উপার্জন করতে পারেন আপনি
গত কয়েক বছরে করোনার কারণে অনেকেই নিজের চাকরি হারিয়েছেন। সকলেই এখন চেষ্টা করছেন যে কিছু ছোটখাটো ব্যবসা খুলে পরিবারের দায়িত্ব সমালোতে। কিন্তু ছোটখাটো ব্যবসা হলেও শুরু করতে বেশ ভালো পরিমাণ অর্থের প্রয়োজন হয়ে থাকে। তবে আজকের এই প্রতিবেদনে আপনাদের এমন এক বিজনেস আইডিয়া দেব যাতে মোটামুটি কম বিনিয়োগ করেই মাসে মাসে প্রচুর লাভবান হতে পারবেন। যারা এই মুহূর্তে নতুন ব্যবসা শুরু করার জন্য আগ্রহী তারা অবশ্যই আজকের এই প্রতিবেদনটি মন দিয়ে পড়ুন।
মোটামুটি বিনিয়োগ করে মাসে মাসে মোটা টাকা উপার্জন করতে হলে আপনি শুরু করতে পারেন নিমকির ব্যবসা। হ্যাঁ ঠিকই শুনেছেন। এই ভারতবর্ষে নিমকির প্রচলন ব্যাপক। আসলে কথাতেই তো আছে “চায়ের সাথে টা” হলে তবেই জমে। আর এই টা এর দায়িত্ব দীর্ঘদিন ধরে নিষ্ঠার সাথে পালন করছে এই নিমকি। দেশের প্রায় বেশিরভাগ বাড়িতেই সকালের জলখাবার থেকে শুরু করে বিকেলের টিফিন পর্যন্ত বিভিন্ন পদে খাবার টেবিলে জায়গা পায় এই নিমকি। তাই ছোট বা বড় যে কোনো আকারেই আপনি স্নাকস এর ব্যবসা শুরু করলে মোটা অর্থ লাভ করতে পারেন।
তবে আপনি মনে করছেন এই ব্যবসা শুরু করতে কত টাকা বা কত জায়গা প্রয়োজন? প্রশ্নের উত্তর পাবেন এই প্রতিবেদনেই। এই ব্যবসা শুরু করতে খুব একটা বেশি জায়গার প্রয়োজন নেই। ব্যবসার জন্য মাত্র ৩০০ থেকে ৫০০ স্কোয়ার ফুট জায়গা প্রয়োজন। এই জায়গাতেই আপনি নিজের কারখানা বসাতে পারবেন। আর ব্যবসা শুরু করার জন্য আপনাকে FSSAI রেজিস্ট্রেশন এবং ফুড লাইসেন্স নিতে হবে। এছাড়া ব্যবসার জন্য কাঁচামাল হিসেবে তেল, ডাল, আলু, বেসন, চিনা বাদাম এবং মসলার প্রয়োজন হবে। এছাড়া লাগবে নিমকি বানানোর মেশিন। সর্বসাকুল্যে এই পুরো ব্যবসার শুরু করতে আপনাকে খরচ করতে হবে মাত্র ২ লাখ টাকা থেকে ৬ লাখ টাকা।
প্রাথমিকভাবে এই ব্যবসা শুরু করলে প্রথম থেকেই আপনি ২০-৩০ শতাংশ লাভ করতে পারবেন। যদি ৬ লাখ টাকা খরচ করা হয়, সেক্ষেত্রে ৩০ শতাংশ লাভ পাওয়া যেতে পারে। অর্থাৎ ব্যবসা শুরু সময় থেকেই আপনি প্রতি মাসে ১ লাখ ৮০ হাজার টাকা উপার্জন করতে পারেন। ধীরে ধীরে ব্যবসা প্রতিষ্ঠিত হলে এই লাভের অংক অবশ্যই বাড়বে। তাহলে আর চিন্তা কি। নতুন কোনো ব্যবসা খুলতে চাইলে, অবশ্যই নিমকির ব্যবসা শুরু করতে পারেন।