Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

পোস্ট অফিসের এই প্রকল্পে সামান্য বিনিয়োগ করলেই পেয়ে যাবেন বাম্পার রিটার্ন, জেনে নিন পুরো হিসাবটা

Updated :  Thursday, December 14, 2023 9:01 PM
Post office monthly scheme

ভারতের জনসাধারণের জন্য পোস্ট অফিস সব সময় নতুন নতুন প্রকল্প নিয়ে হাজির হয়। এরকমই একটি দারুন প্রকল্প হল কিষান বিকাশ পত্র বা কেভিপি। এটি একটি ক্ষুদ্র সঞ্চয় প্রকল্প এবং এই প্রকল্পের মাধ্যমে আপনি যে টাকা জমা করবেন তা দ্বিগুণ হয়ে আপনার কাছে ফেরত চলে আসবে। এটা যেহেতু একটি পোস্ট অফিসের প্রকল্প তাই টাকা হারানোর ভয় একেবারেই নেই এবং পরিপক্ক হওয়ার সময় টাকা একেবারে দ্বিগুণ হয়ে যাবে। ২০২৩-২৪ আর্থিক বছরের অক্টোবর থেকে ডিসেম্বর সময়ের মধ্যে কিষান বিকাশ পত্র একাউন্টে ৭.৫ শতাংশ করে সুদ ঘোষণা করেছে সরকার। এই অনুসারে আপনি যদি কিষান বিকাশ পত্রে ১১৫ মাসের জন্য বিনিয়োগ করেন তবে আপনার অর্থ দ্বিগুণ হয়ে যাবে।

উদাহরণস্বরূপ যদি একজন ব্যক্তি আজকে কিষান বিকাশ পত্রের জন্য ১১৫ মাসের জন্য বিনিয়োগ করেন তাহলে মেয়াদ পূর্তির সময় তিনি ডবল টাকা পেয়ে যাবেন। তিনি যদি ১ লাখ টাকা বিনিয়োগ করেন তাহলে তিনি মেয়াদ পূর্তির সময় ২ লাখ টাকা পেয়ে যাবেন। আপনাদের জানিয়ে রাখি সুদের হার বৃদ্ধির আগে কিষান বিকাশ পত্রের টাকা ১২৩ মাসে দ্বিগুণ হতো। কিন্তু এখন মাত্র ১১৫ মাসের মধ্যে দ্বিগুণ হয়ে যাচ্ছে টাকা।

আপনি যদি ১০০০ টাকা দিয়ে কিষণ বিকাশ পত্রে বিনিয়োগ শুরু করেন তাহলে আপনি খুব সহজেই টাকা ডবল করতে পারবেন নিজের। এতে কোন বিনিয়োগের উর্ধ্বসীমা নেই। এর অর্থ হলো আপনি আপনার ইচ্ছা অনুযায়ী যত খুশি বিনিয়োগ করতে পারেন।। আয়করের ধারা ৮০সি অনুসারে কৃষকরা আর্থিক বছরে কিষান বিকাশ পত্রের একাউন্ট এর ক্ষেত্রে ১.৫ লক্ষ টাকা পর্যন্ত কর ছাড় পেয়ে যাবেন। দশ বছরের বেশি বয়সী শিশুরা এই অ্যাকাউন্ট খুলতে পারেন।