Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Aadhaar Card: সরকারি সুবিধা থেকে বঞ্চিত হতে পারেন, আধার কার্ডে সামান্য ভুলই ডেকে আনতে পারে বড় বিপদ

Updated :  Tuesday, June 3, 2025 5:09 PM

সরকারি সুবিধা পাওয়ার পথে আপনার আধার কার্ড হয়ে উঠতে পারে বড় বাধা। শুধু একটি বানান ভুল বা ঠিকানা গণ্ডগোলেই বন্ধ হয়ে যেতে পারে পেনশন, স্কলারশিপ বা রেশন ব্যবস্থার সুবিধা। আধার কার্ডে সামান্য ভুল থাকার ফলে হাজার হাজার মানুষ আজ নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন।

ভারতের কোটি কোটি নাগরিকের জন্য আধার কার্ড এখন পরিচয়পত্রের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। বিভিন্ন সরকারি প্রকল্প যেমন Pradhan Mantri Awas Yojana, Ujjwala Yojana, বা DBT (Direct Benefit Transfer) সুবিধা পাওয়ার জন্য আধার তথ্য একান্ত অপরিহার্য। কিন্তু আধার কার্ডের তথ্য ঠিক না থাকলে সেই সুযোগ হাতছাড়া হতেই পারে।

সবচেয়ে বেশি সমস্যা হচ্ছে নাম, জন্মতারিখ, লিঙ্গ বা ঠিকানা ভুল থাকলে। অনেক সময় আধার কার্ডে নামের বানান ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে না মিললে DBT সুবিধা আটকে যায়। আবার ঠিকানায় ভুল পিনকোড, জেলা বা রাজ্যের নাম ভুল থাকলে বিভিন্ন হাউজিং বা গ্যাস প্রকল্প থেকে বাদ পড়ার সম্ভাবনা তৈরি হয়।

এই ধরনের তথ্যভিত্তিক গোলমাল অনেক সময় নাগরিকদের অজান্তেই থেকে যায়। অথচ এর জেরে তারা সরকারি নানা সুবিধা থেকে বঞ্চিত হন। বিশেষজ্ঞদের মতে, আধার সংশোধন করিয়ে নেওয়াই এখন একমাত্র উপায়।

প্রধান সমস্যা কোথায়?

১. অনেকের আধারে নাম বা জন্মতারিখ ভুল।
২. ঠিকানা বা পিনকোড সঠিক নয়, ফলে প্রকল্পভিত্তিক সমস্যা।
৩. আধার ও অন্যান্য নথির মধ্যে তথ্যের অমিল রয়েছে।
৪. ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক না থাকায় টাকা আসছে না।
৫. মানুষ ভুল বুঝে সংশোধন না করিয়ে সমস্যায় পড়ছেন।

কী করা উচিত?

নাগরিকদের নিজেদের আধার কার্ডের তথ্য যাচাই করা দরকার। প্রয়োজনে আধার সেন্টারে গিয়ে অথবা অনলাইনে তথ্য সংশোধনের আবেদন করা উচিত। আধার ও অন্যান্য নথির মধ্যে মিল না থাকলে সমস্যার সমাধান হওয়া কঠিন।

প্রশ্নোত্তর (FAQ):

১. আধার কার্ডে ঠিকানায় ভুল থাকলে কী ধরনের সমস্যা হয়?
ঠিকানা ভুল থাকলে বাসস্থান প্রকল্প বা গ্যাস সংযোগের মতো প্রকল্পে আবেদন বাতিল হতে পারে।

২. নামের বানান ভুল থাকলে কী প্রভাব পড়ে?
ব্যাংক ও আধার তথ্যে অমিল থাকলে টাকা ঢুকবে না, DBT ব্যর্থ হবে।

৩. কীভাবে আধার তথ্য সংশোধন করা যায়?
নিকটবর্তী আধার আপডেট সেন্টারে গিয়ে বা UIDAI ওয়েবসাইটে অনলাইনে সংশোধন করা যায়।

৪. আধার ছাড়া কী সরকারি সুবিধা মেলে না?
বেশিরভাগ প্রকল্পে আধার বাধ্যতামূলক, না থাকলে আবেদন গৃহীত হয় না।

৫. আধার কার্ড সংশোধনের জন্য কী ডকুমেন্ট লাগে?
প্রমাণ হিসেবে ভোটার কার্ড, পাসপোর্ট, বিদ্যুৎ বিল ইত্যাদি লাগতে পারে।