Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

ক্রেতাদের মুখে চওড়া হাসি, মাসের শুরুতেই এক লাফে এতটা সস্তা হলো সোনা

Updated :  Tuesday, November 1, 2022 9:09 PM

অক্টোবর চলে গিয়েছে। বাঙালি সমস্ত প্রিয় উৎসব শেষ। কিন্তু নভেম্বর পড়তেই রাজ্যে ফের হিমেল হাওয়ার পরশ। বিয়ের মরশুম সামনেই। আর বাঙ্গালীদের বিয়েতে সোনা ছাড়া যেন চলে না। বউয়ের জন্য ভারী গয়না থেকে শুরু করে টুকিটাকি সোনার গয়না কেনার জন্য এই সময় ভিড় লেগেই থাকে প্রত্যেকটি সোনার দোকানে। আর এই আবহে এই তাদের জন্য রয়েছে একটা বড় সুখবর। প্রতি ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম কমেছে প্রায় ৬০০ টাকা। অন্যদিকে ২৪ ক্যারেট সোনার দাম কমেছে প্রতি ১০ গ্রামে ৬৬০ টাকা। তবে এক ধাক্কায় অনেকটা দাম বেড়ে গিয়েছে রুপোর। এদিন এক কিলোগ্রাম রুপোর দাম বেড়েছে ৬২০০ টাকা মত।

মঙ্গলবার বেলা ১ টা অনুযায়ী কলকাতায় সোনার দাম

২২ ক্যারেট হলমার্ক সোনা (১ গ্রাম) : ৪,৬০০ টাকা

২২ ক্যারেট হলমার্ক সোনা (৮ গ্রাম) : ৩৬,৮০০ টাকা

২২ ক্যারেট হলমার্ক সোনা (১০ গ্রাম) : ৪৬,০০০ টাকা

২২ ক্যারেট হলমার্ক সোনা (১০০ গ্রাম) : ৪,৬০,০০০ টাকা

২৪ ক্যারেট পাকা সোনা (১ গ্রাম) : ৫,০১৮ টাকা

২৪ ক্যারেট পাকা সোনা (৮ গ্রাম) : ৪০,১৪৪ টাকা

২৪ ক্যারেট পাকা সোনা (১০ গ্রাম) : ৫০,১৮০ টাকা

২৪ ক্যারেট পাকা সোনা (১০০ গ্রাম) : ৫,০১,৮০০ টাকা

অন্যদিকে এক কেজি রুপোর বাটের দাম ৬৩,৭০০ টাকা।