Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Gold rates: সোনা কিনতে আর দেরি করবেন না, স্বাভাবিক দর থেকে অনেকটাই নিচে চলছে সোনার দাম, জেনে নিন আজকে ভারতের বাজারে সোনার দাম

Updated :  Friday, July 21, 2023 7:41 PM

দেশের বুলিয়ান বাজারে একটা দীর্ঘ সময় ধরে সোনা এবং রুপোর দাম নিয়মিত ভাবে পরিবর্তিত হচ্ছে। সেই কারণে, আপনি যদি সোনা কেনার পরিকল্পনা করে থাকেন তাহলে আর বেশি দেরি করবেন না, যেখান থেকে আপনি সুবিধা পান সেখান থেকে সোনা কিনুন নিজের জন্য। এই মুহূর্তে আপনার জন্য সোনা কেনার একটা সুবর্ণ সুযোগ রয়েছে। এই মুহূর্তে সোনার দাম সর্বোচ্চ স্তর থেকে ২,১০০ কমে চলছে। কোন কারনে আপনি যদি সোনা কিনতে একটু দেরি করেন তবে কিন্তু আপনাকে আফসোস করতে হবে কারণ দাম আগামী দিনে উল্লেখযোগ্য ভাবে বৃদ্ধি পেতে পারে। গহনা ব্যবসায়ীদের মতে আগামী দিনে সোনার দাম অনেকটাই বাড়তে পারে। শুক্রবার ব্যবসায়িক সপ্তাহের শেষ দিনে সোনা ২৫৩ টাকা কম দামে বিক্রি হয়েছে। প্রতি ১০ গ্রামের দাম হয়েছে ৫৯৬১০ টাকা। এর একদিন আগে ১০৭ টাকা দাম কমেছে সোনার। প্রতি ১০ গ্রামের দাম হয়েছে ৫৯,৮৬৩ টাকা।

আপনি দেশের বুলিয়ান বাজারে যদি প্রথম সোনা কেনার কথা ভাবেন তাহলে প্রথমে ক্যারেটের হিসাবকে আপনাকে জেনে নিতে হবে। যদি আপনি ক্যারেটের হিসাব না জানেন তাহলে আপনি বড় রকমের সমস্যার সম্মুখীন হতে পারেন। এর কারণে আপনার বড় ক্ষতি হতে পারে। মূলত ক্যারেটের ভিত্তিতে সোনার দাম তালিকাভুক্ত করা হয়। বুলিয়ান মার্কেটে ব্যবসায়িক সপ্তাহের শেষ দিনে ২৪ ক্যারেট সোনা প্রতি ১০ গ্রামে ৫৯,৬১০ টাকার বেশিতে বিক্রি হয়েছে।

এই মুহূর্তে ২৩ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম ৫৯,৩৭২ টাকা রেকর্ড করা হয়েছে। অন্যদিকে ২২ ক্যারেট সোনার দশ গ্রামের দাম রয়েছে ৫৪,৬০২ টাকা। এছাড়াও ১৮ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম ৪৪,৭০৭ টাকা। অন্যদিকে ১৪ ক্যারেট সোনার প্রতি ১০ গ্রামের দাম ৩৪,৮৭১ টাকা।