Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

LIC New Scheme: বড় খবর! LIC-এর নতুন FD স্কিমে মাত্র ৫ লাখ জমালেই মাসে পাবেন ৯৫৮৬ টাকা

Updated :  Monday, September 15, 2025 3:00 PM
LIC FD Scheme

বিনিয়োগের দুনিয়ায় আবারও নতুন আলোচনার জন্ম দিয়েছে এলআইসি-র এফডি স্কিম। সামাজিক মাধ্যমে দাবী করা হচ্ছে, মাত্র ১ লক্ষ টাকা বিনিয়োগ করলেই মাসে পাওয়া যাবে ৬৫০০ টাকার সুদ। অনেক ইউটিউব চ্যানেল ও পোস্টে এই তথ্য ছড়িয়ে পড়েছে। তবে বিশেষজ্ঞদের মতে, এই দাবির সঙ্গে বাস্তবের কোনও মিল নেই।

LIC FD Scheme: আসল চিত্র কী?

এলআইসি-র অফিসিয়াল তথ্য অনুযায়ী বর্তমানে তাদের এফডি স্কিমে বার্ষিক সুদের হার সর্বাধিক ৭.৭৫%। অর্থাৎ, ১ লক্ষ টাকা বিনিয়োগ করলে বছরে প্রায় ৭,২৫০ থেকে ৭,৭৫০ টাকা সুদ পাওয়া সম্ভব। মাসিক হিসেবে তা দাঁড়ায় ৬০০ থেকে ৬৪৫ টাকার মধ্যে। ফলে, মাসে ৬৫০০ টাকা সুদের দাবিটি সম্পূর্ণ ভুয়ো।

বিনিয়োগকারীদের জন্য সতর্কবার্তা

আর্থিক বিশেষজ্ঞরা জানাচ্ছেন, অতিরিক্ত রিটার্নের লোভ দেখিয়ে বহু ভুয়ো দাবি ছড়ানো হচ্ছে। বর্তমানে ভারতে কোনও নির্দিষ্ট এফডি স্কিমে এমন উচ্চ মাসিক রিটার্ন পাওয়া যায় না। তাই বিনিয়োগের আগে অবশ্যই সরকারি নোটিশ বা সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট দেখে নেওয়া জরুরি।

LIC FD Scheme-এর সুবিধা

যদিও ভুয়ো দাবির কারণে বিভ্রান্তি তৈরি হয়েছে, LIC FD Scheme আসলেই একটি নির্ভরযোগ্য বিনিয়োগ মাধ্যম হিসেবে পরিচিত।

  • এটি একটি নিরাপদ অপশন, কারণ এলআইসি-র নাম দীর্ঘদিন ধরে আস্থার প্রতীক।

  • কিছু নির্দিষ্ট নীতিতে tax benefits পাওয়া যায়।

  • বয়স্ক নাগরিকদের জন্য বাড়তি সুদের সুবিধা রয়েছে।

  • অনলাইনে সহজেই অ্যাকাউন্ট খোলার সুবিধাও দেওয়া হচ্ছে।

কোথায় মিলবে সঠিক তথ্য?

যাঁরা LIC FD Scheme-এ বিনিয়োগ করতে চান, তাঁদের পরামর্শ দেওয়া হচ্ছে সরাসরি LIC-র শাখা অফিসে যোগাযোগ করতে অথবা অফিসিয়াল ওয়েবসাইট চেক করতে। সোশ্যাল মিডিয়ায় ঘোরাফেরা করা ভুয়ো তথ্য বা অতিরঞ্জিত পোস্ট দেখে বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়া উচিত নয়।

LIC FD Scheme দীর্ঘমেয়াদী সঞ্চয়ের জন্য নিরাপদ বিকল্প হলেও, মাসে ৬৫০০ টাকার রিটার্নের দাবি বিভ্রান্তিকর। প্রকৃত সুদ অনেকটাই কম। তাই বিনিয়োগের আগে সঠিক তথ্য যাচাই করা এবং প্রলোভনমূলক বিজ্ঞাপন এড়িয়ে চলাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে।