Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

LIC new scheme: এলআইসি নতুন পলিসিধারীরা পাবেন দ্বিগুণ সুবিধা, মৃত্যুর দাবিতে পাবেন ১২৫% প্রিমিয়ামের পরিমাণ

Updated :  Saturday, August 12, 2023 10:38 PM

এলআইসির এই নতুন পলিসি জীবন লাইফ ইন্সিওরেন্স বিনিয়োগকারীদের এই মুহূর্তে দ্বিগুণ সুবিধা দিতে শুরু করেছে। এই পলিসি ধারকরা একদিকে যেমন সঞ্চয়ের সুবিধা পেয়ে যাবেন, তেমনি তারা পলিসি মেয়াদের সাথেই তারা জীবন বীমার সুবিধা পেয়ে যাবেন। পলিসি মেয়াদে বিমাকৃত ব্যক্তির অকাল মৃত্যুর ক্ষেত্রে প্রিমিয়ামের ১২৫% পর্যন্ত পরিবারকে প্রদান করা হয়ে থাকে। অন্যদিকে, পরিপক্কতা পর্যন্ত বেঁচে থাকার ক্ষেত্রে জমাকৃত মোট প্রিমিয়াম বিনিয়োগকারীকে ফেরত দেওয়া হয়। একই সময়ে ধূমপায়ীদের জন্য কিন্তু প্রিমিয়ামের হার অন্যরকম।

এলআইসি গত মাসে জুলাইয়ের শেষ সপ্তাহে জীবন কিরণ লাইফ ইন্সুরেন্স পলিসি বলে একটি নতুন পলিসি শুরু করেছে। ব্যক্তিগত সঞ্চয় প্রকল্পের পাশাপাশি এটি একটি জীবন বীমা প্রকল্প। এলআইসি এই নীতিতে ধূমপায়ী এবং অধূমপায়ীদের জন্য আলাদা আলাদা প্রিমিয়ামের হার নির্ধারণ করেছে।

এলআইসি জীবন কিরণ লাইফ ইন্সুরেন্স পলিসি সব থেকে বড় সুবিধা হল, এটি প্রিমিয়াম এর পরিমাণ মেয়াদ পূর্তিতে পলিসি ধারককে দিয়ে থাকে। যদি পলিসি কার্যকর হয় তাহলে মেয়াদ পূর্তির উপরে বীমাকৃত রাশি এলআইসি দ্বারা নিয়মিত প্রিমিয়াম বা একক প্রিমিয়াম পেমেন্টের অধীনে প্রিমিয়াম পাবেন। এছাড়াও আপনারা পলিসি ধারকের মৃত্যুর দাবিতে প্রিমিয়াম পরিমাণের ১২৫ শতাংশ পেয়ে যাবেন।