Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

ফিক্সড ডিপোজিটের উপরে সুদের হার বৃদ্ধি করল SBI, জানুন নতুন নিয়মের ব্যাপারে সবকিছু

Updated :  Tuesday, October 18, 2022 6:19 PM

পূজার মরশুমে গ্রাহকদের নতুন উপহার দিতে চলেছে ভারতের সবথেকে বড় রাষ্ট্র ব্যাংক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। এবারে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া গ্রাহকদের জন্য রয়েছে একটি বড় সুখবর। যারা এই মুহূর্তে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ায় নিজের একাউন্ট খুলেছেন তারা এবার থেকে পাবেন অতিরিক্ত সুদের সুবিধা। তবে এই অতিরিক্ত সুদ দেওয়া হবে শুধুমাত্র মেয়াদী আমানতের ক্ষেত্রে। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে বার্ষিক রেপোরেট বৃদ্ধি করার পরেই এই নতুন সিদ্ধান্ত নিল ভারতীয় স্টেট ব্যাঙ্ক। নতুন ঘোষণা অনুসারে ফিক্সড ডিপোজিট এর উপরে এবারে ২০ বেসিস পয়েন্ট বৃদ্ধি করতে চলেছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। এই নতুন সুরের হার দু’কোটি টাকার কমের স্থায়ী আমানতের উপরে কার্যকরী হবে বলে জানানো হয়েছে ভারতীয় স্টেট ব্যাংকের তরফ থেকে।

ভারতীয় স্টেট ব্যাংকের নতুন নিয়ম অনুসারে, এই বর্ধিত সুদ ১৫ অক্টোবর ২০২২ শনিবার থেকে চালু হবে। মাত্র দু মাসের ব্যবধানে নতুন করে খুচরো ফিক্স ডিপোজিট এর উপরে সুদের হার বৃদ্ধি করলে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। সবমিলিয়ে এই সুদের হার ১০ bps থেকে ২০ bps পর্যন্ত বৃদ্ধি করেছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। চলুন তাহলে জেনে নেওয়া যাক কোন মেয়াদের আমানতের উপরে কিরকম ভাবে বৃদ্ধি পেয়েছে সুদের হার।

  • SBI-তে ৭ দিন থেকে ৪৫ দিনের মেয়াদের FD-তে সুদের হার ২.৯০ শতাংশ থেকে বাড়িয়ে ৩ শতাংশ করা হয়েছে।
  • ৪৬ দিন থেকে ১৭৯ দিনের মেয়াদের FD-তে ৪ শতাংশ সুদের হার পাবেন। আগে এই সময়ে সুদের হার ছিল ৩.৯০ শতাংশ।
  • অন্যদিকে, ১৮০ দিন থেকে ২১০ দিনের খুচরো এফডি-তে সুদের হার বেড়ে ৪.৬৫ শতাংশ করা হয়েছে।
  • ২১১ দিন থেকে এক বছরের কম আমানতের ক্ষেত্রে সুদের হার ৪.৬০ শতাংশ থেকে বাড়িয়ে ৪.৭০ শতাংশ করা হয়েছে।
  • ১ বছর থেকে ২ বছরের কমের মেয়াদে SBI FD-তে সুদের হার ৫.৪৫ শতাংশ থেকে বেড়ে ৫.৬০ শতাংশ করা হয়েছে।
  • ২ বছর থেকে ৩ বছরের কমের FD-তে সুদের হার ৫.৫০ শতাংশ থেকে বাড়িয়ে ৫.৬৫ শতাংশ করা হয়েছে।
  • ৩ বছর থেকে ৫ বছরের কম মেয়াদী আমানতে সুদের হার ৫.৬০ শতাংশ থেকে বাড়িয়ে ৫.৮০ শতাংশ করা হয়েছে।
  • ৫ বছর থেকে ১০ বছরের মেয়াদের FD-তে সুদের হার ৫.৬৫ শতাংশ থেকে বাড়িয়ে ৫.৮৫ শতাংশ করা হয়েছে।