Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Bank Privatisation: বেসরকারিকরণের পথে UCO সহ এই ৪টি ব্যাংক, নিজেদের অংশীদারিত্ব বিক্রি করতে চলেছে কেন্দ্রীয় সরকার

Updated :  Friday, November 22, 2024 9:36 AM

সঞ্চয়ের ক্ষেত্রে যে কোন ভারতীয় ব্যক্তির প্রথম পছন্দ হলো যে কোন সরকারি ব্যাংক। সরকার বা সরকারের অধীনে থাকা বিভিন্ন ব্যাংক আপনার টাকা নিরাপত্তা বজায় রাখতে পারে। পাশাপাশি, একেবারেই নিশ্চিন্তে থাকতে পারেন সেই ব্যাংকের বিনিয়োগকারীরা। তবে এবার জানা যাচ্ছে বেশ কিছু ব্যাংকের থেকে নিজেদের অংশীদারিত্ব ছেড়ে দিতে চলেছে ভারত সরকার। কয়েকটি ব্যাংকের ফের বেসরকারিকরণ হতে চলেছে বলে খবর। এমন কোন ব্যাংকে আপনার অ্যাকাউন্ট নেই তো? তাহলে আজকের প্রতিবেদনটা আপনার জন্য।

সূত্র অনুযায়ী জানা গিয়েছে মোট চারটি ব্যাংকের নিজেদের শেয়ার বিক্রি করে দিতে চলেছে কেন্দ্রীয় সরকার। খবর প্রকাশ্যে আসার পর থেকেই এই ব্যাংকের শেয়ারের দাম বেড়ে গিয়েছে। আপনাদের জানিয়ে রাখি সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্ক, পাঞ্জাব ও সিন্ধ ব্যাংক, এবং ইউকো ব্যাংকের শেয়ার বিক্রি করতে চলেছে সরকার। বোম্বে স্টক এক্সচেঞ্জ এর খবর অনুসারে, সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে ভারত সরকারের ৯৩% অংশীদারিত্ব রয়েছে। ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্কে ৯৬.৪ শতাংশ অংশীদারিত্ব রয়েছে কেন্দ্রীয় সরকারের। এ পাশাপাশি ইউকো ব্যাংক এ ভারতের সরকারের অংশীদারিত্বের পরিমাণ ৯৫.৪ শতাংশ এবং পাঞ্জাব ও সিন্ধ ব্যাংকে কেন্দ্রীয় সরকারের অংশীদারিত্বের পরিমাণ ৯৮.৩ শতাংশ।

তবে এবার এই শেয়ারের বেশ কিছুটা অংশ বিক্রি করে দিতে চলেছে কেন্দ্রীয় সরকার। এখনই অ্যাকাউন্ট হোল্ডারদের চিন্তা করার কোনো কারণ নেই, কারণ নূন্যতম ২৫ শতাংশ শেয়ার সরকারের কাছে থাকবে। সংবাদ সংস্থা রয়টারস বলছে, আগামী মাসে এই ব্যাংকের সরকারের অংশীদারিত্ব কমিয়ে দেওয়ার জন্য অনুমোদন চাওয়া হতে পারে। এই খবর ছড়িয়ে পড়তেই ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকের শেয়ার মূল্য ৪.৪ শতাংশ বেড়ে গিয়েছে। অন্যদিকে সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এবং পাঞ্জাব ও সিন্ধ ব্যাংকের শেয়ার ৩ শতাংশ বেড়ে গিয়েছে। ওপেন মার্কেট অফার বা OFS পদ্ধতিতে এই শেয়ার বিক্রি করা হবে বলে জানা গিয়েছে। এইসব পাবলিক সেক্টর ব্যাংকের মূলধন বৃদ্ধি করতেই এরকম সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বলে জানা যাচ্ছে।